Friday, February 23, 2024

মায়া

তোমার জন্য রূপকথা হই
বাঁধি বালির খেলাঘর,
সামান্য ঢেউয়ে ভেঙে যাবে জানি
এই সাময়িক সুখের সংসার। 

Friday, June 18, 2021

What shall we do without love?

Days pass like morsels
of toast falling on the
kerb of a busy bakery;
I watch them hungrily,
knowing full well that
I cannot possibly taste them,
savour the tasty bits
and spit the crust out. 
Our lives are no longer simple,
pith, rind and stone, 
scream to be touched and remembered tenderly.
Memories are never subtle, 
they wear you down
with sudden weight, you 
struggle to get off your chest,
for a century. 
The thorn never loses its prick
and the sanctimonious wound 
of a heart oozes for a lifetime. 


Sunday, November 15, 2020

মানভঞ্জন

এক ফোঁটা, দু ফোঁটা জল,
চোখের কোণে জমে
গাঢ হয় অভিমান l
কাজল করে পরে নিই
চিঠির অঙ্গার l
তোমার আলতো ছোঁয়ার
অপেক্ষায় প্রতিটি রোমকূপ
গায় সঞ্চারী, অভোগ l

Thursday, October 1, 2020

অন্তর জ্বালা

সাপ হয়ে জড়িয়ে ধর তুমি, 
আমি বিষের জ্বালায় মরি, 
পাকে পাকে ঢালো অনল, 
দংশনে নীল হয়ে যাই, 
‌বিতৃষ্ণার বাতাসে ভাসে শোক
শুধু আমি ডুবে যাই তীব্র দাঁতের  ফাঁকে। 

Monday, July 27, 2020

ব্যাথা

 বৃষ্টি স্নাত দিনে,
একলা বসে থাকি 
জানালায় পাশ ফিরে,
ধারাস্নান দেখি দু চোখ ভরে,
তেজী বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দেয় বুক
শীতল হয় না তবু শরীর
 ‌অবিরল আলিঙ্গনে। 

Friday, June 12, 2020

Beloved

Love comes like silent ripples 
in the heart of a lake 
and recedes like waves 
on an ebbing shore.
The torch I bear is sacred
like holy grail,
it shall never be doused 
with rain or hail.

Wednesday, June 10, 2020

একা ঘুম ঘোরে

আজ তুমি ঘুমিয়ে থাকো, 
আমি জেগে থাকি পাশে,
তোমার নিশ্বাস প্রশ্বাস
মেখে থাকবো বসে, 
তোমারি মনের কোণে l
কখন তুমি স্বপ্নে হাত 
বাড়াবে ভাবব একাকী,
সেই হাত ধরে বাস্তবে নামিয়ে
আনব তোমায় আমার কাছে l